মেরিন ড্রাইভে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ৩:৪৭ অপরাহ্ণ

মেরিন ড্রাইভে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
apps

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। আটক আসামি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা বনি আমিনের ছেলে মো. মিজান (২১)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটকের বিষয় নিশ্চিত করেন র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবাপরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালী ব্রিজের ওপর অভিযান চালায় র‌্যাব ১৫-এর একটি অভিযানিক দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে আটক ব্যক্তির বস্তা তল্লাশি করে দেড় লাখ ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৭ কোটি ৫০ লাখ টাকা।

ওই রোহিঙ্গা যুবক মিজান দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

Development by: webnewsdesign.com