সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের সাড়ে আট কিলোমিটার দৃশ্যমান। আমরা আশা করছি, ২০২১ সালের বিজয়ের মাসে তরুণদের এই ‘ড্রিম প্রজেক্ট’ এর প্রথম ধাপ সমাপ্ত হবে। এটাই আমাদের নববর্ষের প্রত্যাশা।
বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন সঞ্চালন সিস্টেম ও রেললাইন বসানোর কাজ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খুব শিগগিরই মেট্রোরেলের এমআরটি লাইন ওয়ানের কাজ শুরু হবে। এখানে দুটো পাতাল রেলের সিস্টেম আছে। একটির দৈর্ঘ্য ১৬ আরেকটিতে সাড়ে ১৩ কিলোমিটার। ২০৩০ সালে ৬টি মেট্রোরেলের কাজ শেষে পৌনে দুইশ কিলোমিটার দৈর্ঘ্য হবে। এতে ঢাকার চিত্র বদলে যাবে।
Development by: webnewsdesign.com