মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএলসি লিগে চ্যাম্পিয়ন শাহজালাল কলেজ

বুধবার, ২৩ মার্চ ২০২২ | ৭:৪৭ অপরাহ্ণ

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএলসি লিগে চ্যাম্পিয়ন শাহজালাল কলেজ
apps

সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির কলেজ ক্রিকেট লিগের (সিএলসি লিগ) দ্বিতীয় আসরের পর্দা নেমেছে। গতকাল বুধবার দুপুরে শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় জমজমাট এই ক্রিকেট আসর। ফাইনালে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হযরত শাহজালাল (রহ.) কলেজ। বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে নামে সিলেট পলিকটেকনিক ইনস্টিটিউট। নির্ধারিত ১০ ওভারে ১৪৪ রানের পাহাড় গড়ে শাহজালাল (রহ.) কলেজ। বিশাল এ লক্ষ্য তাড়ায় ব্যর্থ হয় পলিটেকনিক ইনস্টিটিউট। ৩৬ রানের জয়ে চ্যাম্পিয়ন হয় শাহজালাল (রহ.) কলেজ। ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার ওঠে চ্যাম্পিয়ন দলের রাহিমের হাতে। সিএলসি লিগে ১৪ উইকেট নিয়ে সেরা বোলারের পুরস্কার পেয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের আবিদ। ১৮৪ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকের পাশপাশি আসরের সেরা ক্রিকেটার হয়েছেন শাহজালাল কলেজের রাহিম। এবারের আসরে ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে সিলেট সাইন্স এন্ড টেকনোলজি কলেজ।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহিতুল বারী রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, অর্থনীতি বিভাগের প্রধান ড. মোহাম্মদ জামাল উদ্দিন, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপপরিচালক (স্পোর্টস) রাজিন সালেহ, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাইদুর রহমান পলাশ, এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি মহিউদ্দিন, এজি ইলেকট্রনিক্সের তৌফিক রাজা প্রমুখ। এ ছাড়াও স্পন্সর প্রতিষ্ঠান টিসিএল গ্লোবাল, ভিভো, ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এদিকে, এক অভিনন্দন বার্তায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় খেলাধুলা, সংস্কৃতিসহ সুস্থ মননশীল চর্চায় সবসময়ই গুরুত্ব দিয়ে আসছে। এবারের সিএলসি লিগে অংশগ্রহণকারী প্রতিটি কলেজকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। যারা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছেন, তাদেরকে অভিনন্দন।’

Development by: webnewsdesign.com