মুশফিকুর রহিমকে নিয়ে দোটানায় কোচ রাসেল ডমিঙ্গো। টেস্ট অধিনায়ক মুমিনুল হকের মত আবার ভিন্ন।মুশফিকুর রহিম পাকিস্তানে যাবেন না। রাওয়ালপিন্ডি টেস্টের জন্য ঘোষিত দলে সে কারণে তাঁকে রাখা হয়নি। এপ্রিলে করাচিতে পাকিস্তানের বিপক্ষে আরও একটি টেস্ট।
এই দুই টেস্টের মাঝখানে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ। পাকিস্তান সফরে দলে না থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে তো খেলবেন মুশফিক। কিন্তু পাকিস্তানে দুই টেস্টে দলে না থাকা মুশফিককে জিম্বাবুয়ের জন্য নির্বাচন করা হবে কি না, সেটি নিয়ে বেশ বিপাকেই পড়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।সমস্যাটা দল নির্বাচনের অধারাবাহিকতা নিয়েই। দলের মধ্যে চলছে দোটানা। ব্যাপারটি স্বীকার করেছেন কোচ রাসেল ডমিঙ্গোও, ‘এ দলটা এক টেস্টের জন্যই দেওয়া। পাকিস্তান থেকে ফিরে পরের টেস্ট নিয়ে ভাবা যাবে।
কিন্তু এটাও মনে রাখতে হবে, এভাবে একাদশ গঠন করা কঠিন। এক ম্যাচে এক রকম, পরের ম্যাচে আবার বদলাও। এরপর পরের ম্যাচে আবার বদলাও। আমি ছেলেদের টানা সুযোগ দিতে চাই। তবে মুশফিককে নিয়েও ভাবতে হচ্ছে, কারণ ভারতে সে-ই আমাদের সেরা ব্যাটসম্যান ছিল।’বিসিএলে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের ম্যাচ শেষে একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
জিম্বাবুয়ে সিরিজের দলে মুশফিককে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি, ‘দেখুন, এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনারাও জানেন, আমি জানি, সারা দেশ জানে, ক্রিকেট বিশ্বও জানে। মুশফিক ভাইয়ের মতো একজন ব্যাটসম্যান না খেললে যেকোনো দলই তাঁর শূন্যতা অনুভব করবে। এটা অধিনায়ক ও দলের সবার জন্য বড় একটা ক্ষতি। এটাও বলার অপেক্ষা রাখে না, উনি যদি ফিট থাকেন, অবশ্যই জিম্বাবুয়ের সঙ্গে খেলবেন।’
Development by: webnewsdesign.com