মুম্বাইয়ের চূড়ান্ত স্কোয়াডে শচীনপুত্র অর্জুন!

রবিবার, ০৩ জানুয়ারি ২০২১ | ১:৪২ অপরাহ্ণ

মুম্বাইয়ের চূড়ান্ত স্কোয়াডে শচীনপুত্র অর্জুন!
apps

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ছেলে বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকার প্রথমবারের মতো মুম্বাইয়ের সিনিয়র দলের সুযোগ পেলেন। আসন্ন সৈয়দ মুশতাক আলি ট্রফির জন্য ঘোষিত মুম্বাইয়ের ২২ জনের চূড়ান্ত স্কোয়াডে নেয়া হয়েছে অর্জুনকে।

করোনা বাস্তবতা মাথায় রেখে মুশতাক আলি ট্রফির জন্য বর্ধিত স্কোয়াড ঘোষণার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যাতে করে দলগুলো বায়ো সিকিউর বাবল ঠিক রাখতে পারে। সে কারণেই মূলত চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী অর্জুন।

শনিবার (২ জানুয়ারি) মুম্বাই দলের প্রধান নির্বাচক সলিল আঙ্কোলা এ খবরটি নিশ্চিত করেছেন। অর্জুন ছাড়াও আরেক পেসার ক্রুতিক হানাগাভাদিও প্রথমবারের মতো মুম্বাই দলে সুযোগ পেয়েছেন। প্রাথমিকভাবে ২০ জনের দল ঘোষণা করেছিল মুম্বাই। পরে যোগ করা হয়েছে অর্জুন ও ক্রুতিককে।

Development by: webnewsdesign.com