মাস্ক পরিধান নিশ্চিত করতে মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত

সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | ৫:০৮ অপরাহ্ণ

মাস্ক পরিধান নিশ্চিত করতে মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত
apps

করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সোমবার (২৩ নভেম্বর) মৌলভীবাজার জেলা শহরে এবং সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

জেলা শহর ও সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

সোমবার দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মাস্ক পরিধান না করার অপরাধে মৌলভীবাজার জেলা শহরে ও সকল উপজেলায় ২শ ৬০ জন ও প্রতিষ্ঠানকে প্রায় অর্ধ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com