মাশরাফিকে আপনারা কী ভাবেন, উঠতি ক্রিকেটার..?

মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১ | ১২:১০ অপরাহ্ণ

মাশরাফিকে আপনারা কী ভাবেন, উঠতি ক্রিকেটার..?
apps

মাশরাফিকে আপনারা কি ভাবেন? জাতীয় দলে স্ট্রাগল করতে থাকা উঠতি ক্রিকেটার? নাকি ভাবেন, যখন তখন বাদ দেয়া কোন প্রতিষ্ঠানের কর্মচারী! এই জাতির অকৃতজ্ঞতার কাহিনী প্রতিদিন কেন দেখতে হয় কে জানে?

তিনি মাশরাফি বিন মুর্তজা… নড়াইল এক্সপ্রেস। যার নেতৃত্বে এই দেশ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলেছে। ২০১৪ সালে তিনি যখন অধিনায়কত্ব নেন তারপরই বদলাতে থাকে এই দেশের ক্রিকেটে। ৪৯ বার জয় নিয়ে মাঠ ছেড়েছেন এই দলপতি। তার নেতৃত্বে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছি আমরা। ভারত আর দক্ষিণ আফিকার বিপক্ষে জয়ে যখন আনন্দে চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়েছেন এই বাংলার, সেই জয়ের অধিনায়ক ছিলেন তিনি।

২০১৪ সাল থেকে ২০২০ পর্যন্ত এই দুর্ধর্ষ অধিনায়ক দলপতি হয়ে ১৫টি ওয়ানডে সিরিজ খেলেছেন। যার ১০টিই জিতেছে বাংলাদেশ। ৪টা মাত্র হার একটা ড্র। গড়ে মাত্র ৩৬ রানের বিপরীতে তিনি নিয়েছেন একটা করে উইকেট। তুমুল জনপ্রিয় এই ক্রিকেটার বুক দিয়ে আগলেছেন সব ভক্ত… তাদের আবেগ.. এই দেশকে… তাকে বাদ দিয়ে দিলেন? পাগল আপনারা নাকি উন্মাদ!

বাদ দিবেন কেন? তিনি নিজে অবসরে যেতেন। তার শেষ ম্যাচ হতো। ঝাঁপিয়ে পড়ে সেই ম্যাচ দেখতাম আমরা। শেষবার তার খেলা দেখতে, শেষবার এক যোদ্ধাকে দেখতে, শেষবার দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানাতে। সেই অধিকার আমাদের ছিল। আর সেই সম্মান পাওয়া মাশরাফির অধিকার ছিলো, তার প্রাপ্য ছিলো।

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ফিরেছে… ফিরেছে মাশরাফি ছাড়া! যে হেলা ফেলা তোমরা তাকে করলে, জেনে রাখো তোমরা সম্মানিত হলে না। না দেশে, না বিশ্বে! জেনে রাখো… অন্যকে প্রাপ্য সম্মান না দেয়া জাতি কখনও নিজে সম্মানিত হয় না।

লেখক: সাংবাদিক

(ফেসবুক থেকে সংগৃহীত)

Development by: webnewsdesign.com