বিংশ শতাব্দীর সিনেমায় দেখানো দৃশ্য এখন বাস্তবে রূপ নিতে চলেছে। হলিউডের সায়েন্স ফিকশন সিনেমা ব্লেড রানারে সর্বপ্রথম দেখা মিলে উড়ুক্কু যানের। ওই সময় দৃশ্যটাকে কাল্পনিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। এমন উড়োযান বাস্তবে হবে, এমন চিন্তা তখন দুঃসাধ্যই ছিল। বহু বছর পর সেই কাল্পনিক দৃশ্যই বাস্তবে রূপ নিল।
বলা হচ্ছে, আগামী বিশ্বের সচ্ছল মানুষের আধুনিক যান হবে ফ্লাইং কার, প্রচলিত ব্যক্তিগত গাড়ির জায়গা দখল নেবে এ উড়োযান। এটি প্রযুক্তির চলমান যাত্রা ও সাম্প্রতিক অগ্রগতিগুলোকে সামনে আনলে সহজেই আন্দাজ করা যায়।
ফ্লাইং কার বা উড়ুক্কু এ যান নিয়ে ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। এবার জার্মান অ্যাভিয়েশন প্রতিষ্ঠান শহরের গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাইং কার লিলিয়ামের অবতরণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভেরিপোর্ট তৈরির কাজে হাত দিয়েছে।
২০২৫ সালের মধ্যে এর কাজ শেষ হবে। বিদ্যুৎচালিত এসব ফ্লাইং কারের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৮৬ মাইল। লিলিয়াম ফ্লাইং কারগুলোকে ভাড়ায়চালিত বাহন বা ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হবে।
Development by: webnewsdesign.com