মানবাধিকার কী তা জানেই না মার্কিন শাসকরা: রুহানি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | ৯:৩০ অপরাহ্ণ

মানবাধিকার কী তা জানেই না মার্কিন শাসকরা: রুহানি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।।ফাইল ছবি
apps

মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক গোষ্ঠী মানবাধিকার কী জিনিস তা জানেই না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। শনিবার করোনা ভাইরাস মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, করোনা সংকটের পরও মার্কিন সরকার ইরানের ওপর থেকে ওষুধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। এছাড়াও ওষুধ ও টিকা কিনতে আন্তর্জাতিক সংস্থার কাছে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চেয়েছিলাম তা দেওয়া হয়নি মার্কিনদের বিরোধিতার কারণে।

রুহানি আরও বলেন, বিভিন্ন দেশের ব্যাংকগুলোতে আমাদের অর্থ রয়েছে। মার্কিন চাপের কারণে এসব দেশ আমাদের অর্থ ছাড় বা অবমুক্তির অনুমতি দিচ্ছে না। ইতিহাসে এত বড় অপরাধের দৃষ্টান্ত আর নেই।

প্রেসিডেন্ট রুহানি বলেন, এরপরও ইরান সুচারুভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করছে তার দেশ। আর তা দেখে শত্রুরা ক্ষুব্ধ হয়েছে।

Development by: webnewsdesign.com