মাত্র ৭ বছর বয়সেই উড়োজাহাজের পাইলট ‘গ্রাহাম শেম‘

শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ | ১২:৩১ অপরাহ্ণ

মাত্র ৭ বছর বয়সেই উড়োজাহাজের পাইলট ‘গ্রাহাম শেম‘
apps

মাত্র ৭ বছর বয়সে উড়োজাহাজ চালানো শিখে নিয়েছে আফ্রিকান দেশ উগান্ডার বাসিন্দা গ্রাহাম শেমা। উড়োজাহাজ চালনায় প্রশিক্ষণার্থী হিসেবে ৩ বার পাইলটের সঙ্গে ছিল সে।

দেশটিতে তাকে নিয়ে শুরু হয়েছে হইচই। এরই মধ্যে তারকাখ্যাতি পেয়েছে গ্রাহাম শেমা। গণমাধ্যমগুলোতে শিশুটিকে ‘ক্যাপ্টেন’ নামে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। উগান্ডায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এরই মধ্যে গ্রাহামের সঙ্গে দেখা করতে চেয়েছেন। উগান্ডার পরিবহনমন্ত্রীও তাকে এক সভায় আমন্ত্রণ জানিয়েছেন।

গণিত ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গ্রাহামের আগ্রহ বেশি। গ্রাহাম বলেন, বড় হয়ে উড়োজাহাজের পাইলট হতে চায়। মহাকাশচারী হওয়ার ইচ্ছাও আছে তার এবং যেতে চায় মঙ্গল গ্রহে। ইলন মাস্ক তার অনুকরণীয় ব্যক্তি।

জানা যায়, এক দুর্ঘটনার পর থেকেই উড়োজাহাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে গ্রাহাম। ঘটনাটি হলো স্থানীয় পুলিশের একটি হেলিকপ্টার খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছিল। একসময় গ্রাহামের দাদির বাসার ছাদ ক্ষতিগ্রস্ত হয় ওই হেলিকপ্টারের কারণে। গ্রাহামের মা জানান, এই ঘটনা তার মনে দাগ কেটে যায়। এরপর থেকেই উড়োজাহাজ কীভাবে কাজ করে, তা নিয়ে গ্রাহাম জানার চেষ্টা শুরু করে।

Development by: webnewsdesign.com