মাছের আড়ৎ ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে দেশীয় মাছের সরগরম

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | ১২:৪৭ অপরাহ্ণ

মাছের আড়ৎ ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে দেশীয় মাছের সরগরম
apps

মানিকগঞ্জের তরা মাছের আড়ৎ ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে দেশীয় মাছে সরগরম হয়ে উঠেছে। তবে অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। কিন্তু আড়তের সভাপতির দাবি, নিয়ম মেনেই চলছে বেচাকেনা।

দেশীয় মাছ টেংরা,পুটি, বাম, শোল, বোয়ালে সরগরম মানিকগঞ্জের সদর উপজেলার তরা মাছের আড়ৎ। ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয় পাইকার, জেলে ও আড়তদারদের ব্যস্ততা। সরবরাহ ভাল থাকায় ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরব হয়ে উঠে আড়ৎ।এতে রাজধানীসহ ধামরাই,সাভারের পাইকাররা ও আড়তদাররা হচ্ছেন লাভবান।

এক মাছ বিক্রেতা বলেন, বাজারে এখন বিভিন্ন আইটেমের মাছ আছে। শৈল, পুটি, বোয়াল, টেংরা সব ধরনের মাছ বাজারে আসতেছে।

এক ক্রেতা বলেন, আমি ঢাকা থেকে মাছ কিনতে আসছি। এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। দামটা একটু বেশি বাজারে মাছ একটু কম দেখে।

আড়তে স্বাস্থ্যবিধির বালাই না থাকলেও আড়তের সভাপতির দাবি তা মানা হচ্ছে।

মানিকগঞ্জ তরা আড়ৎ সভাপতি ভোলা নাথ বাবু বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় মানুষ মাছ কিনতে আসে। আর আমাদের এখানে স্বাস্থ্যবিধি মেনেই বাজার চলছে।

প্রতিদিন মানিকগঞ্জের তরা আড়তে বিভিন্ন ধরনের কোটি টাকার দেশীয় মাছ বেচাকেনা হয়।

Development by: webnewsdesign.com