মাইলফলকের সামনে দাঁড়িয়ে মিরাজ

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ৫:০০ অপরাহ্ণ

মাইলফলকের সামনে দাঁড়িয়ে মিরাজ
apps

তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ২২ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন দলের অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

দুই ইনিংস মিলিয়ে আর মাত্র ১০ উইকেট নিতে পারলেই চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হবেন মিরাজ। কাজটি কঠিন হলেও অসম্ভব নয় বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে সর্বশেষ মাঠে নামা মিরাজের জন্য।

এখন পর্যন্ত ২২ টেস্টে ৩৩.১২ গড় এবং ৩.৩৭ ইকোনমি রেটে ৯০ উইকেটের মালিক এই অফ স্পিনার। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে মিরাজ খেলবেন কিনা সেটি জানা যাবে রবিবারের দল ঘোষণার পরে।

মিরাজের আগে তিন নম্বরে আছেন বাংলাদেশের সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক। ২০০৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলা রফিক ৩৩ ম্যাচে ৪০.৭৬ এবং ২.৭৯ ইকোনমিতে ১০০ উইকেট শিকার করেন।

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুই নম্বরে আছেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। ৪৮ ম্যাচে ১০৮টি নিয়েছেন তিনি। যেখানে তাঁর বোলিং গড় ৩৩.৪৬ এবং ইকোনমি ৩.২১।

তালিকার শীর্ষে অবস্থান দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়া সাকিব ৫৬ ম্যাচে ৩১.১২ গড়ে এবং ৩.০১ ইকোনমি রেটে ২০৮ উইকেট শিকার করেন।

Development by: webnewsdesign.com