মধ্যরাতে ঢাকা উত্তরায় মশাল হাতে শিক্ষার্থীরা

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ | ১০:৪৪ পূর্বাহ্ণ

মধ্যরাতে ঢাকা উত্তরায় মশাল হাতে শিক্ষার্থীরা
মধ্যরাতে ঢাকা উত্তরায় মশাল হাতে শিক্ষার্থীরা
apps

কোটা সংস্কার দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও হত্যার প্রতিবাদে মধ্যরাতে মোমবাতি প্রজ্জলন ও মশাল জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উত্তরার আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার মধ্যরাতে উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন কামারপাড়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় হাজারো শিক্ষার্থী। এসময় মোমবাতি প্রজ্জলন এবং মশাল জ্বালানোর পাশাপাশি কোটা বিরোধী নানা স্লোগানও দেয় তারা।

শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে এসময় প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কার আন্দোলনের সার্বিক পরিস্থিতির আলোকে তাদের এই কর্মসূচি। আগামীকাল উত্তরায় শাটডাউন কর্মসূচি পালনের কথাও জানায় তারা।

Development by: webnewsdesign.com