“মধ্যবিত্ত”

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ | ১:৩৯ অপরাহ্ণ

“মধ্যবিত্ত”
apps

“মধ্যবিত্ত”
তাহমীদ হাসান শোভন

 

মধ্যবিত্ত! নামটি বড্ড প্রচলিত,
তারা দুঃখ, দৈন্যের একটু উপরে,
যদিও হিসাবের খাতাটায়,
তাদের, হতাশা নিমজ্জিত।

তারা তিন বেলায় খায়,
পেট পুরে, যা জুটে তাই,
শাক, শুটকি, ডাল-ভাতে,
তাদের, কোন অনীহা নাই।

তারা হয় কর্মচারী, নয়তো কৃষিজীবী,
তাদের চার-পাঁচ সদস্যের সংসারে,
বাবা-রা একাই করেন রোজগারি।

হ্যাঁ, তারাই মধ্যবিত্ত,
বাবা-মা রা চান সন্তানেরা তাদের,
লেখাপড়া শিখে, হোক পরিপূর্ণ।

হ্যাঁ, তারা-ই মধ্যবিত্ত,
মা-বাবা পড়েন কমদামী পোশাক,
কিন্তু সন্তানের কেনাকাটায়?
করেন না, একটুও কার্পণ্য।

হ্যাঁ, তারা-ই মধ্যবিত্ত,
এক চপলে বছর চলে যায়,
জোড়া-তালি থাকে প্রত্যক্ষ।

সম্ভবত, তারাই মধ্যবিত্ত,
মোটরবাইক নেই তো কী হয়েছে?
সাইকেল পেয়েই তারা ধন্য।

হ্যাঁ গো হ্যাঁ, তারাই মধ্যবিত্ত,
বছরে দুইবার কেনাকাটা,
যদিও কোরবানির ইদে তা বন্ধ।

সত্যি বলতে, তারাই মধ্যবিত্ত,
প্রতিটি কথা-কাজে যাদের,
আত্মসম্মান জড়িত।

মধ্যবিত্ত! নামটি বহুল উচ্চারিত,
স্বপ্ন, সাহস, বা আত্মসম্মানের বীজ,
এদের মাঝে সেগুলো, বহুরূপে স্পষ্ট।

লেখক-
শিক্ষার্থী, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

Development by: webnewsdesign.com