মধ্যবর্তী নির্বচন নয়, ফ্রেশ নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (১৮ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।‘মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা তো এ কথা (মধ্যবর্তী নির্বাচন) এখনো বলিনি। আমরা গত নির্বাচন যেটা হয়েছে সেটাই তো মানছি না, আমরা ওইটাকে অবৈধ বলছি, বাতিল করার কথা বলছি।
তিনি বলেন, মধ্যবর্তী-টড্ডবর্তী নির্বাচনের কথা আমরা তো বলিনি ভাই। যখন বলব তখন দল থেকে বলা হবে তখন অবশ্যই বলা হবে। এখন ব্যক্তিগতভাবে কেউ কিছু বললে, সেটা তাদের মতামত। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যে কারণে আমরা বলি যে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলে এসেছি।
পুলিশের ধর্ষণবিরোধী সমাবেশ লোক দেখানো মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, গতকাল ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে আন্দোলনকারীদের ওপর পুলিশের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা প্রমাণ করেছে যে, পুলিশ সারাদেশে যে ধর্ষণবিরোধী সমাবেশ করেছে তা শুধুমাত্র লোক দেখানো। প্রকৃত অর্থে সরকারের সদিচ্ছার অভাব ও ব্যর্থতাই ধর্ষণের মতো অপরাধ বাড়ছে।
Development by: webnewsdesign.com