মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট চীন থেকে ফিরে কোয়ারেন্টাইনে

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৫৭ অপরাহ্ণ

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট চীন থেকে ফিরে কোয়ারেন্টাইনে
apps

চীন সফর শেষ করে দেশে ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টাইনে (ভাইরাস সংক্রমণরোধে বিশেষভাবে রাখা) নেওয়া হয়েছে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতমাজিন বাতুলগাকে। তার সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী সগবাটার দামদিন-সহ অন্য সরকারি কর্মকর্তাদেরও আলাদা পর্যবেক্ষণে নেওয়া হয়েছে।রয়টার্স জানিয়েছে গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী সগবাটার দামদিন ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের নিয়ে খালতমাজিন বাতুলগা বেইজিং যান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে চীন থেকে ফেরার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টসহ অন্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বন্যপ্রাণীর মাধ্যমে কভিড-১৯ প্রথম মানুষের শরীরে আসে। এখন সেটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোটা পৃথিবীতে ২ হাজার ৯২৪ জনের মৃত্যু হয়েছে। শুধু হুবেইতেই মারা গেছেন ২ হাজার ৭২৭ জন।

 

 

 

 

 

 

Development by: webnewsdesign.com