ভয়াবহ পীতজ্বরে বিপর্যস্ত নাইজেরিয়া..

রবিবার, ১৫ নভেম্বর ২০২০ | ১১:০০ পূর্বাহ্ণ

ভয়াবহ পীতজ্বরে বিপর্যস্ত নাইজেরিয়া..
apps

পীতজ্বর বা ইয়েলো ফিভার একটি ভাইরাস ঘটিত রোগ। আর ভয়াবহ পীতজ্বরের কবলে পড়েছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া। দেশটির ৩ রাজ্যে প্রাণঘাতী এই জ্বরে আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম ১০ দিনেই মৃত্যু হয়েছে ৭৬ জনের। – জিনহুয়া নিউজ

শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির রোগ প্রতিরোধ কেন্দ্রের প্রধান চিকোয়ি ইজিতেওয়াজু এ খবর জানান।

তিনি বলেন, ১ থেকে ১১ নভেম্বরের মধ্যে ডেল্টা রাজ্যে ৩৫ জন, এনুগুতে ৩৩ জন এবং বাউচি রাজ্যে ৮ জন মারা গেছে। এছাড়া এ সময়ের মধ্যে এ তিন রাজ্যে ২২২ সন্দেহভাজন রোগী এবং ১৯ জন নিশ্চিত পীতজ্বরে আক্রান্ত হয়েছে। পীতজ্বরের প্রাদুর্ভাব ঠেকাতে টিকা দেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

পীতজ্বর মূলত একটি ভাইরাসজনিত জ্বর। মশার মাধ্যমে এটি ছড়ায়। অধিকাংশ ক্ষেত্রে লক্ষণসমূহ হলো জ্বর, ক্ষুধামন্দা, বমিভাব, মাংসপেশিতে ব্যথা (বিশেষ করে পিঠে), ও মাথাব্যথা। সিঙ্গেল ডোজ টিকার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

Development by: webnewsdesign.com