ভোলা থেকে ফেরত গেল ১৬ হাজার ডোজ করোনার টিকা

শুক্রবার, ১২ মার্চ ২০২১ | ৩:৩৭ অপরাহ্ণ

ভোলা থেকে ফেরত গেল ১৬ হাজার ডোজ করোনার টিকা
apps

নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ভোলা থেকে ১৬ হাজার ২০০ ডোজ করোনাভাইরাসের টিকা ফেরত পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ টিকা প্রয়োজন অনুযায়ী দেশের অন্য কোনো জেলায় ব্যবহার করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ভোলায় ৬০ হাজার ডোজ টিকা সরবরাহ হয়েছিলো। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলার সাত উপজেলার ৩৩ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। এখনো টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এ মাসের মধ্যেই আরও ১১ হাজার টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ।

করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম থাকায় সেখানে টিকা নেওয়ায় মানুষের আগ্রহ কম বলে মনে করছে স্বাস্থ্যবিভাগ। এ ব্যাপারে ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, নষ্ট হওয়ার আশঙ্কায় আমরা ১৬ হাজার ২০০ ডোজ করোনা ভ্যাকসিন ফেরত পাঠিয়েছি। গত ৮ মার্চ বরিশাল স্বাস্থ্যবিভাগের কাছে এ টিকা হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত এক বছরে জেলায় ১ হাজার জন করোনা আক্রান্ত হয়েছে, যার মধ্যে মারা গেছে ১২ জন। এর আগে গত ৭ মার্চ ভোলায় করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়। প্রথম দিন থেকেই জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার ১৬টি কাউন্টার থেকে টিকাদান কার্যক্রম চলছে। প্রতিটি কেন্দ্রে ২ জন নার্স ও ৪ জন স্বেচ্ছাসেবীসহ সর্বমোট ৬৪জন দক্ষ স্বেচ্ছাসেবী ও নার্স টিকাদান কার্যক্রমে অংশ নিচ্ছেন।

Development by: webnewsdesign.com