ভোলায় মাস্ক না পরায় ৭২ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শনিবার, ০৩ এপ্রিল ২০২১ | ১০:৫৩ পূর্বাহ্ণ

ভোলায় মাস্ক না পরায় ৭২ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
apps

মাস্ক না পরায় অভিযান চালিয়ে ভোলার চার উপজেলায় ৭২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

করোনা সংক্রমণ রোধে জনসচেতনা সৃষ্টিতে শুক্রবার (২ এপ্রিল) রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এনিয়ে গত তিনদিনে জেলাটিতে মোট ৪১৩ জনকে জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

ভোলা সদর উপজেলার ২৩ জনকে পাঁচ হাজার ২০০ টাকা, চরফ্যাশন উপজেলার ৩৬ জনকে পাঁচ হাজার ৮০০ টাকা, লালমোহন উপজেলার নয়জনকে দুই হাজার টাকা ও মনপুরা উপজেলার চারজনকে ৮০০ টাকাসহ মোট ১৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে জেলার চার উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এসব অর্থদণ্ড করা হয়েছে।

তিনি জানান, অভিযানে জনসাধারণকে মাস্ক ব্যবহারে সচেতন করাসহ মাস্ক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com