ভোলার চরফ্যাশনে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | ১১:১৯ পূর্বাহ্ণ

ভোলার চরফ্যাশনে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
apps

ভোলার চরফ্যাশন উপজেলায় শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে মাছ ধরাকে কেন্দ্র করে ৮৫ বছর বয়সের বৃদ্ধ সহ একই পরিবারের চারজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। ১৭ মার্চ সকাল ৭ টায় শশিভূষণ থানার হাজারীগন্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আঃ হামিদ মিয়ার বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ৮৫ বছরের বয়সের বৃদ্ধ আব্দুল হামিদ বলেন সকালে আমি আমার পুকুরে লোক দিয়ে মাছ ধরতে ছিলাম এ সময় হঠাৎ করে হাশেম মিঝি ও হাসান মহরীর নেতৃত্বে নাগর,মোমিন,আজাদ,শফিুউল্যাহ,মালেক, শাহীন, বশির, আমিনসহ সন্ত্রাসীরা

হঠাৎ করে আমার ও আমার পরিবারের লোকজনের উপর হামলা করে মারধর করে গুরুতর আহত করে। ওদের হামলায় আমি আব্দুল হামিদ, নুরে আলম, শাখাওয়াত, জিহাদ সহ ৪ জন আহত হই। আমরা আহতরা সবাই চরফ্যাশন হাসপাতালে ভর্তি রয়েছি।

ইতোপূর্বে ও হাশেম মিঝি ও হাসান মহুরী নুরে আলমকে মেরেছে যাহা শশিভূষণ থানার মাধ্যমে মিমাংসা হয়। হাসান মহরী এলাকায় অনেক অন্যায় কাজের নেতৃত্ব দিয়ে আসছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ বলেন ঘটনাটা আমি শুনেছি। আহত ব্যক্তিরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব

Development by: webnewsdesign.com