ভেনিজুয়েলার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা জোরদার করছে ট্রাম্প

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ৭:৫১ অপরাহ্ণ

ভেনিজুয়েলার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা জোরদার করছে ট্রাম্প
apps

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনিজুয়েলা বিষয়ক আমেরিকার বিশেষ প্রতিনিধি ইলিয়ট আব্রামস একথা জানিয়েছেন।

ইলিয়ট আব্রামস বলেন, যে সমস্ত ব্যক্তি ও কোম্পানি নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ফলে যেসব ব্যক্তি ও কোম্পানি ভেনিজুয়েলার সঙ্গে লেনদেনে জড়িত তাদেরকে তা বন্ধ করার জন্য বলা হচ্ছে।

মার্কিন দূত বলেন, এশিয়া মহাদেশের বিশেষ করে চীনের যেসব কোম্পানি ভেনিজুয়েলা থেকে তেল কিনবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

২০১৮ সালে মাদুরো পুনর্নির্বাচিত হওয়ার পর ভেনিজুয়েলার তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এরপরও ভেনিজুয়েলা থেকে তেল আমদানি অব্যাহত রাখে চীন, ভারত এবং আরো বেশ কিছু দেশ। এতে করে ভেনিজুয়েলার তেল রফতানি খুব বেশি একটা কমেনি।

Development by: webnewsdesign.com