ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি করাই কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

মঙ্গলবার, ২৮ জুন ২০২২ | ৬:৪৬ অপরাহ্ণ

ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি করাই কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
apps

ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি ও গেজেট করার প্রতিবাদে কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি ও গেজেট করার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী উপজেলা শহরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলার কয়েক’শ বীর মুক্তিযোদ্ধাগণ। পরে উপজেলার পরিষদ চত্ত্বরে সংবাদ সম্মেলনের পর জামুকা বিলুপ্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বীরবল, ফুলবাড়ী উপজেলার সাবেক কমান্ডার মজিবর রহমান, সাবেক ডিপুটি কমান্ডার মতিয়ার রহমান নান্টু, মুক্তিযোদ্ধা নওশাদ আলী প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, জামুকা টাকার বিনিময়ে রাজাকারের সন্তানদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভূক্ত করছে। সে সব নাম গেজেটে অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া করছে জামুকা। এ তালিকা বাতিলসহ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বিলুপ্ত ঘোষণা করার জন্য সরকারের প্রতি আবেদন জানান তারা।

Development by: webnewsdesign.com