ভূমিকম্পে কেপে উঠল রাজশাহীসহ উত্তরাঞ্চল

মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১ | ২:২৭ অপরাহ্ণ

ভূমিকম্পে কেপে উঠল রাজশাহীসহ উত্তরাঞ্চল
apps

রাজশাহী, নওগাঁ, রংপুর ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার রাত ৯ টা ২৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে। উৎপত্তিস্থলে মাত্রা ছিল ৫ দশমিক ৬।

উত্তরাঞ্চলের পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাওয়েও ভূকম্পন অনুভূত হয়। ঠাকুরগাওয়ে মৃদু ভুমিকম্পন অনুভুত হলে আতংকিত লোকজন ঘড়ের বাইরে বেড়িয়ে আসে। হিন্দু সম্প্রদায়ের বাড়িতে উলুধনি দেয়া হয়। কুড়িগ্রামে মৃদু ভুমিকম্পন অনুভুত হলে ঘড়ের বাইরে বেড়িয়ে যায় জনসাধারণ ।

রংপুরের সাংবাদিকরা জানান, রংপুরসহ বিভাগের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ২৫ মিনিটের পর কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প। এসময় আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন অনেকেই।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ ডিগ্রি। আর উৎপত্তিস্থল ভারতের সিকিমে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৬

Development by: webnewsdesign.com