ভূমিকম্পের ভয়ে চবি হলের দ্বিতীয় তলা থেকে শিক্ষার্থীর লাফ

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১ | ৫:১৫ অপরাহ্ণ

ভূমিকম্পের ভয়ে চবি হলের দ্বিতীয় তলা থেকে শিক্ষার্থীর লাফ
apps

চট্টগ্রামসহ সারা দেশে অনুভূত হওয়া শক্তিশালী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল থেকে লাফিয়ে এক শিক্ষার্থী আহত হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী হলেন হোসাইন আহমেদ। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানতে চাইলে হোসাইন আহমেদ বলেন, আমি ঘুমে ছিলাম। হঠাৎ রুমের জিনিসপত্র নড়তে শুরু করে। হলের মধ্যে চেঁচামেচি শুরু হয়ে যায়। আমি ভয় পেয়ে আতঙ্কিত হয়ে পড়ি।

ভূমিকম্পের মাত্রা বেশি অনুভূত হওয়ায় আমি হলের দ্বিতীয় তলা থেকে লাফ দেই। এতে করে আমার কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছি। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়ে রুমে চলে আসি। এখনও কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে।

এদিন ভোর ৫টা ৪৮ মিনিটে সারা দেশে ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ ছাড়া ভারত-মিয়ানমার এই ভূমিকম্পে কেঁপে ওঠে।

Development by: webnewsdesign.com