ভিপি নুরকে আইনি সহায়তা দিতে গণফোরাম’র বিবৃতি

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ৬:৫০ অপরাহ্ণ

ভিপি নুরকে আইনি সহায়তা দিতে গণফোরাম’র বিবৃতি
apps

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নূরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম।

আজ মঙ্গলবার গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে বলা হয়, ক্ষমতাশীন দলের একটি বিশেষ অঙ্গসংগঠনের মহিলাদের দিয়ে মিথ্যা ও নোংরা মামলা করে নূরকে হয়রানি করা হচ্ছে। অতীতেও রাজনৈতিক নেতৃবৃন্দদের বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়ে হয়রানি করেছিল কিন্তু শেষ রক্ষা পায়নি।

সরকারকে এই রাজনৈতিক নোংরামী বন্ধের অহবান জানিয়ে নেতৃবৃন্দ ভিপি নূরের বিরুদ্ধে দায়ের করা সব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, প্রয়োজন বোধে ভিপি নূর সহ আন্দোলনরত সকল নেতৃবৃন্দকে গণফোরাম আইনি সহায়তা প্রদান করবে।

Development by: webnewsdesign.com