ভালো প্রযোজকের অভাব আছে : আইরিন

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ | ৩:২৪ অপরাহ্ণ

ভালো প্রযোজকের অভাব আছে : আইরিন
apps

চলতি বছর ‘আকাশমহল’ সিনেমার পর নভেম্বরে ‘পদ্মার প্রেম’ সিনেমাটি মুক্তি পায় তার। আইরিন বলেন, একটা সময় দর্শকরা নতুন সিনেমা দেখতে সিনেমা হলে ভিড় করতো। যা এখন নেই বললেই চলে। দর্শক কমেছে সিনেমা হলে।

আইরিন অভিনীত ‘রৌদ্রছায়া’, ‘গন্তব্য’, ‘সেইভ লাইফ’ ছবিগুলো সামনে মুক্তি পাবে। এ ছাড়া অনন্য মামুনের ‘আহারে জীবন’ ও ‘পার্টনার’র বাকি কাজ সামনে শুরু হবে। এদিকে দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘ইউটার্ন’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবিনী’সহ বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। ভারতের সিনেমায়ও কাজ করেছেন।

আইরিন বলেন, কলকাতার সিনেমা ‘শিবরাত্রী’তে কাজ করেছি। এ সিনেমার কাজ শেষ। এটি পরিচালনা করেছেন রাজাদীপ্ত ব্যানার্জি। তার পরিচালনায় ‘ডেথ সার্টিফিকেট’ নামের একটি ছবি ভারতে মুক্তি পাওয়ার পর প্রশংসিত হয়। এ সিনেমায় আমার বিপরীতে সুমন ব্যানার্জি ও রাজা দাদা অভিনয় করেছেন। সামনে সিনেমাটি মুক্তি পাবে। এ ছাড়া কলকাতার নতুন সিনেমা ‘কাউন্ট ডাউন’-এর কাজ সামনে শুরু হবে। পরিচালনা করবেন পার্থ সারথী। নতুন বছরে এর কাজ শুরুর কথা। সিনেমা রিলিজ হচ্ছে, বছরও শেষ হয়ে এলো। তবে ব্যবসায়িক জায়গাতে বিপর্যয়। এ বিষয়গুলো নিয়ে কী ভাবছেন? আইরিন জবাবে বলেন, ইন্ডাস্ট্রি বাঁচাতে ভালো প্রযোজক দরকার। ভালো সিনেমা হল দরকার। পরিবার নিয়ে সিনেমা দেখতে যাওয়ার মতো হলের সংখ্যা এদেশে কম। ভালো বাজেটের, ভালো গল্পের সিনেমা দর্শকদের জন্য নির্মাণের পাশাপাশি তাদেরকে সিনেমা হলে এসে ছবিটি দেখার জন্য উদ্বুব্ধ করতে হবে। বর্তমানে বিয়ের কথা ভাবছেন কি-না জানতে চাইলে আইরিন বলেন, না। এখনই এমন কিছু ভাবছি না। বাবা অনেক অসুস্থ। কয়েকদিন আগে তার হার্টে ৪টি রিং পরানো হয়েছে। এখন তার দেখাশোনা করা সবচেয়ে বড় দায়িত্ব আমার। আর বিয়ে যখন করবো পরিবারের সম্মতি নিয়েই করবো।

Development by: webnewsdesign.com