ভারতে মালদহে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ১০:০১ অপরাহ্ণ

ভারতে মালদহে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
apps

ভারতের মালদহের সুজাপুরে এক প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো পাঁচজনকে। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, কর্মরত শ্রমিকরা সকলেই ওই এলাকারই বাসিন্দা। মোট ৫০ জন শ্রমিক ওই কারখানায় কাজ করতেন। এদিন সুজাপুর বাসস্ট্যান্ড লাগোয়া একটি প্লাস্টিক কারখানায় তাঁরা কাজ করছিলেন। কাজ চলাকালেই একটি ক্রাশার মেশিন বিস্ফোরণে ফেটে যায়।

বিস্ফোরণে তৎক্ষণাত মৃত্যু হয় ওই পাঁচ শ্রমিকের। মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ওই কারখানায় প্লাস্টিক, লোহা ও পিতল পুনর্ব্যবহারযোগ্য করে তোলার জন্য প্রক্রিয়াকরণের কাজ হত। স্থানীয় সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে, কারখানার ভেতরে কোনো যন্ত্র বিকল হওয়ার ফলেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন শ্রমিকের মধ্যে চার জন মারা যান। আহত শ্রমিকদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, নিউজ এইটিন।

Development by: webnewsdesign.com