ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৮০ হাজার, মৃত্যু ১১৭৯

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | ১২:৫৬ অপরাহ্ণ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৮০ হাজার, মৃত্যু ১১৭৯
apps

ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮০ হাজরের বেশি মানুষের করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এসময় মৃত্যু হয়েছে ১ হাজারের বেশি মানুষ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে, ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৪৭২ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১১৭৯ জনের। ফলে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ২৫ হাজার ৭৬৪।

দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯ লাখ ৪০ হাজার ৪৪১। দেশজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছে ৫১ লাখেরও বেশি মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯৭ হাজার ৪৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছে ৮৬ হাজান ৪২৮ জন। এখন ভারতে সুস্থতার হার ৮৩ দশমিক ৩৩ শতাংশ। অপরদিকে মৃত্যু হার ১.৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ১০ লাখ ৮৬ হাজার ৬৮৮ জনের দেহ থেকে নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Development by: webnewsdesign.com