ভারতের মুসলিমরা ১০০ কোটি মানুষকে শাসন করতে পারে,মন্তব্য ওয়ারিস পাঠান

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৫৮ অপরাহ্ণ

ভারতের মুসলিমরা ১০০ কোটি মানুষকে শাসন করতে পারে,মন্তব্য ওয়ারিস পাঠান
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা ওয়ারিস পাঠান
apps

ভারতের মুসলিমরা দেশটির সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ১০০ কোটি মানুষকে শাসন করার শক্তি রাখে। সম্প্রতি এ মন্তব্য করেছিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা ওয়ারিস পাঠান। গত সপ্তাহে কর্নাটকের গুলবার্গা নামক এলাকায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কর্ণাটকের পুলিশ এই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর বরাতে এ তথ্য জানা গেছে।এএনআই জানিয়েছে, সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমীন নেতা ওয়ারিস পাঠানের বিরুদ্ধে কর্ণাটকের কালাবুরাগী জেলার পুলিশ এফআইআর দায়ের করেছে। মুসলিমরা ভারতের অন্য সম্প্রদায়ের লোকদের শাসন করতে পারে-এ ধরনের মন্তব্যের জন্য এই অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সদস্য ধনঞ্জয় দেশপাণ্ডে এই অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পাঠানের বিরুদ্ধে ১৫৩ (এ) এবং ২৯৫-এ ধারায় অভিযোগ দায়ের করেছে। এর আগে, ওয়ারিস পাঠান ওই জনসভায় ভারতের বিতর্কিত সংশোধিত নতুন নাগরিকত্ব আইন নিয়ে নারীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন সেই বিষয়ের উল্লেখ করেছেন। তাদেরকে স্ত্রী সিংহের সঙ্গে তুলনা করে ওয়ারিস পাঠান বলেন, তারাই আন্দোলন পুরো দেশে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু যখন পুরো সম্প্রদায় একত্রিত হবে, তখন তা আরো ছড়িয়ে যাবে।ওই জনসভায় ওয়ারিস পাঠান বলেন, কেউ কেউ আমাদের বলছেন কেন নারীদের সামনে এগিয়ে দিয়েছে আমরা। আমি তাদের বলতে চাই, শুধুমাত্র সিংহীদের বেরিয়ে আসতে দেখেই আপনাদের ঘাম ঝরছে। তাহলে আপনারা চিন্তা করুন আমরা সবাই যদি একসঙ্গে রাস্তায় বেরিয়ে আসি তাহলে কী হবে। আমরা শুধুমাত্র ১৫ কোটি। কিন্তু, আমাদের শক্তি এদেশের ১০০ কোটি সংখ্যাগরিষ্ঠ জনগণের থেকে অনেক বেশি।

Development by: webnewsdesign.com