ভারতজুড়ে করোনা টিকাকরণ শুরুর দিনক্ষণ চূড়ান্ত

শনিবার, ০৯ জানুয়ারি ২০২১ | ৬:২২ অপরাহ্ণ

ভারতজুড়ে করোনা টিকাকরণ শুরুর দিনক্ষণ চূড়ান্ত
apps

ভারতজুড়ে আনুষ্ঠানিক টিকাকরণ শুরু হচ্ছে আগামী ১৬ জানুয়ারি। শনিবার (৯ জানুয়ারি) বিকেলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দুই দফায় ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। প্রথম দফায় ৩ কোটি এবং দ্বিতীয় দফায় ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হবে।

প্রথম দফায় টিকা পাবেন করোনা যোদ্ধারা। পরের দফায় দেওয়া হবে ৫০ বছরের বেশি বয়সীদের।

এর আগে, জরুরি ব্যবহারের জন্য করোনার দু’টি টিকাকে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। তার মধ্যে একটি ভারত বায়োটেকের তৈরি। অন্যটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, যেটি তৈরি করছে ভারতের সেরাম ইনস্টিটিউট।

টিকাকরণের প্রক্রিয়া চালানোর জন্য কো-উইন বলে একটি অ্যাপ চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই অ্যাপে নাম নথিভুক্ত করার মাধ্যমে টিকাকরণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন সাধারণ মানুষ।

Development by: webnewsdesign.com