‘ভারত ভবিষ্যতের আশা দেখাচ্ছে। যখন বিশ্ব নানারকম সমস্যায় ভুগছে, তখন তারা (ভারত) প্রমাণ করেছে যে, যেকোনো ধরনের বড় সমস্যা এক হাতে সমাধান করার মতো ক্ষমতা তাদের আছে।’ এভাবেই ভারতের প্রশংসা করেছেন বিশ্বের অন্যতম ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
নিজের ব্লগ পোস্ট ‘বিল গেটস নোটসে’ এই কথা লেখেন তিনি।এই ব্লগ পোস্টে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বিশ্ব অনেক সমস্যার সমাধান করে ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিল গেটস।
এই সময় তিনি বলেন, ‘ভারত সামগ্রিকভাবে আমাকে ভবিষ্যতের জন্য আশাবাদী করে তুলছে। এটা বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ হতে চলেছে। তার মানে দাঁড়ায় মানদণ্ড পরিবর্তন না করলে আপনি সেখানকার সব সমস্যার সমাধান করতে পারবেন না। এখন পর্যন্ত ভারত প্রমাণ করেছে যে, তারা বড় চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা রাখে। তারা পোলিও নির্মূল করেছে, এইচআইভি কমিয়েছে, দারিদ্র্য হ্রাস করেছে। নবজাতকের মৃত্যুহার কমিয়েছে এবং স্যানিটেশন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা মানুষের প্রবেশাধিকার বাড়াতে পেরেছে।’
এছাড়াও ভারত উদ্ভাবনেও এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিল গেটস। ভারত অনেক ভ্যাকসিন তৈরি করেও উদাহরণ তৈরি করেছে বলে দেশটির প্রশংসা করেন এই মার্কিন ধনকুবের। সূত্র: এনডিটিভি
Development by: webnewsdesign.com