ভয়েস অফ ইন্দোনেশিয়ার “দ্য ইনসাইট: দ্য ফিউচার অফ রেডিও” ওয়েবিনার অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ | ৬:৪৮ অপরাহ্ণ

ভয়েস অফ ইন্দোনেশিয়ার “দ্য ইনসাইট: দ্য ফিউচার অফ রেডিও” ওয়েবিনার অনুষ্ঠিত
apps

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই) এর ওয়ার্ল্ড সার্ভিস ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই) এর আয়োজনে “অন্তর্দৃষ্টি: রেডিওর ভবিষ্যৎ” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় রেডিও দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ভয়েস অফ ইন্দোনেশিয়া (ভিওআই) বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ সময় সকাল ১১টা এবং জাকার্তা সময় দুপুর ১২টায় (জিএমটি+৭) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে “দ্য ইনসাইট: দ্য ফিউচার অফ রেডিও” ওয়েবিনারটি আয়োজন করে।

একটি নির্দিষ্ট গুগল ফর্ম সাইন আপ-এর মাধ্যমে নিবন্ধিত ৫০ জন ভিওআই শ্রোতাকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত ওয়েবিনারে যোগদানের জন্য আমন্ত্রণ জানায় ভয়েস অফ ইন্দোনেশিয়া (ভিওআই)। নির্ধারিত সময়সীমার আগে নিবন্ধন করে ৫০ জনের মধ্যে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন, আরআরআই ওয়ার্ল্ড সার্ভিস ভিওআই এর জাতীয় শ্রোতাসংগঠন “ভয়েস অব ইন্দোনেশিয়া ফ্যান ক্লাব অব বাংলাদেশ (ভিওআই-এফসিবি)”-র প্রতিষ্ঠাতা সভাপতি ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম (দিদারুল ইকবাল S21DAL), ভিওআই ফ্যান ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা এবং শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল। ওয়েবিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের রেডিও প্রধান অ্যান্ড্রু ডেভিস, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, ইন্দোনেশিয়ান বিভাগের প্রাক্তন ঘোষক আসেপ সেতিয়াওয়ান, ইউএনডিআইপি-এর শিক্ষাবিদ ডা: লিন্টাং রাত্রি রহমিয়াজি এম এস আই।

“ইন্দোনেশিয়া থেকে বিশ্ব” এই শ্লোগানকে সামনে রেখে জাকার্তা থেকে ইন্দোনেশিয়ার পাবলিক রেডিও নেটওয়ার্ক রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই) এর আন্তর্জাতিক সম্প্রচারক ভয়েস অফ ইন্দোনেশিয়া (ভিওআই) ৯টি ভাষায় (ইংরেজি, ইন্দোনেশিয়ান, ফরাসি, জার্মান, স্প্যানিশ, আরবি, জাপানি, চীনা [ম্যান্ডারিন], এবং ডাচ) রেডিও সম্প্রচারের পাশাপাশি ইংরেজিতে ভিজ্যুয়াল রেডিও (RRI NET) মাধ্যমে আন্তর্জাতিক শ্রোতাদের সেবা প্রদান করে যাচ্ছে। সংক্ষিপ্ত বেতার তরঙ্গ: ৩৩২৫ এবং ৪৭৫৫ কিলোহার্জ (বাংলাদেশ সময়: ভোর- ০৫:০০টা থেকে বিকেল ০৪:০০টা বা ইউটিসি ২৩:০০টা থেকে ১০:০০টা)।

Development by: webnewsdesign.com