বড়লেখায় টিসিবি’র পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ, চেয়ারম্যান ও ডিলারকে শোকজ

শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | ৮:১৯ অপরাহ্ণ

বড়লেখায় টিসিবি’র পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ, চেয়ারম্যান ও ডিলারকে শোকজ
apps

মৌলভীবাজারের বড়লেখায় টিসিবি’র পণ্য বিক্রয়ে ডিলারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। শুক্রবার ছুটির দিনে উপজেলা প্রশাসনকে অবহিত না করেই উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে টিসিবি পণ্য পাচারকালে উপস্থিত জনতা চার বস্তা (২০০ কেজি) চিনি আটক করেন। এ ঘটনায় টিসিবি ডিলার ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে শোকজ করেছেন ইউএনও সুনজিত কুমার চন্দ।

এর আগে একজন ইউপি মেম্বারের সহযোগিতায় দুইশ’ উপকারভোগীর পাচার করা পণ্যের ৫০টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এব্যাপারে ওই ইউপি মেম্বার ও কালোবাজারে পণ্য ক্রেতার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয়ের জন্য ১১২৭ জন উপকারভোগী নির্ধারিত রয়েছেন। শুক্রবার ছুটির দিনে ইউএনও-কে না জানিয়েই টিসিবি ডিলার আতাউর রহমান ওই ইউনিয়নে সকাল ১০ টা থেকে পণ্যবিক্রি শুরু করেন। বিকেল সাড়ে তিনটার দিকে লাইনে কার্ডধারী উপকারভোগী দাঁড়িয়ে থাকা স্বত্তে্বও ডিলার পণ্য শেষ হয়ে গেছে জানিয়ে তাদের বিদায় করার চেষ্টা করেন। এরই মধ্যে ইউপি মেম্বার এমরান আহমদের উপস্থিতিতে মুদি ব্যবসায়ী সাইফুর রহমান ২০০ জনের প্যাকেট একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে গেলে হট্টগোল সৃষ্টি হয়। এছাড়া আরো ৪ বস্তা চিনি একটি অটোরিকশায় পাচারকালে জনতা তা আটক করেন।

এ নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হলে একজন গ্রাম পুলিশ এতে আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও পাচার হওয়া ২০০ প্যাকেটের মধ্যে ৫০ প্যাকেট ব্যবসায়ী সাইফুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ পুলিশ নিয়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান। কিন্ত এর আগেই সরিয়ে ফেলায় অবশিষ্ট ১৫০ প্যাকেট পণ্য উদ্ধার করা যায়নি। এ ঘটনায় উপজেলা প্রশাসনের একজন কর্মচারী শনিবার দুপুরে বাদি হয়ে দুইজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ জানান, টিসিবি পণ্য বিক্রয়ে চরম অনিয়ম ও কালোবাজারে বিক্রির সাথে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ডিলার ও ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে।

Development by: webnewsdesign.com