বড়লেখায় গোয়ালঘরে দুর্বৃত্তের দেয়া আগুন পুড়ে মরল ৫ জীবন্ত গরু

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১ | ৬:৩৯ অপরাহ্ণ

বড়লেখায় গোয়ালঘরে দুর্বৃত্তের দেয়া আগুন পুড়ে মরল ৫ জীবন্ত গরু
apps

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার (নাপিতখাই) গ্রামের বাসিন্দা ও বিহাইডহর গোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুন নূরের গোয়াল ঘরে দুর্বৃত্তরা রোববার রাতে অগ্নিসংযোগ করেছে।

এতে গোয়ালঘর ও ৫টি গৃহপালিত গরু পুড়ে ছাঁই হয়ে গেছে। বোবা প্রাণীর সাথে দুর্বৃত্তের এমন অমানবিক এ ঘটনায় সর্বমহলে চরম ক্ষোভ, ঘৃণা ও অসন্তোষ বিরাজ করছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর খোরশেদ আলম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রাক্তন শিক্ষক আব্দুন নূর প্রতিদিনের মত রোববার সন্ধ্যায় গৃহপালিত গরুগুলো তার গোয়ালঘরে তুলে বেঁধে তালা লাগিয়ে দেন। এশার নামাজ শেষে গরুগুলোকে খাবার দিয়ে গোয়ালঘর তালা দিয়ে রাখেন।

খড় কুটাদেন। রাত ১০টার দিকে পার্শ্ববর্তী ঘরের চাচাতো ভাই ইমন (১৮) আহমদ বসত ঘর থেকে আগুনের লেলিহার শিখা দেখতে পান ও গরুগুলোর ছুটোছুটির চিৎকার শুনতে পান।

এ সময় প্রতিবেশীরা ছুটে এসে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগেই ৫টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। গুরুতর আহত অবস্থায় একটি গরু উদ্ধার করা হয়েছে।

অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুন নূর জানান, তার গোয়ালঘরে কোন বৈদ্যুতিক সংযোগ বা মশার কয়েল দেওয়া ছিল না, দুর্ঘটনায় আগুন লাগার কোনো সম্ভাবনা নেই। তিনি অভিযোগ করেন, শত্রুতা মেটাতেই কেউ তার গোয়ালঘরে আগুন লাগিয়ে জীবন্ত গরুগুলিকে পুড়িয়ে মেরেছে। তিনি ওই সকল দুর্বৃত্তদের শাস্তির দাবি জানিয়েছেন।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর খোরশেদ আলম জানান, এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে সাধারণ ডায়রি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Development by: webnewsdesign.com