ব্র্যাডম্যানের টুপি বিক্রি হলো ৩ কোটি টাকায়

বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ | ৩:১৮ অপরাহ্ণ

ব্র্যাডম্যানের টুপি বিক্রি হলো ৩ কোটি টাকায়
apps

ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান মনে করা হয় তাকে। এমন একজনের অভিষেক টেস্টের ক্যাপ নিলামে উঠলে কাড়াকাড়ি পড়ে যাওয়ারই কথা। হয়েছেও তাই।

দফায় দফায় বিডের পর শেষ পর্যন্ত স্যার ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক ব্যাগি গ্রিন ক্যাপ বিক্রি হয়েছে সাড়ে চার লাখ অস্ট্রেলিয়ান ডলারে (তিন লাখ ৪০ হাজার মার্কিন ডলার)। বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা। ৮৫ টাকা প্রতি ডলার হিসাবে দুই কোটি ৮৯ লাখ টাকা।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যানের টুপি নিলামে কিনে এখন সেটি দেশজুড়ে প্রদর্শনীর ব্যবস্থা করবেন ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান। অভিষেক টেস্টের (১৯২৮) এই ক্যাপ অবসরের পর ১৯৪৯ সালে পারিবারিক বন্ধু পিটার ডানহ্যামকে উপহার দিয়েছিলেন ব্র্যাডম্যান। ১০ লাখ ডলার প্রতারণার দায়ে এ বছর ডানহ্যামের আট বছরের জেল হওয়ার পর টুপি নিলামে তোলার উদ্যোগ নেয়া হয়।

সাড়ে চার লাখ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হওয়া ব্র্যাডম্যানের এই ব্যাগি গ্রিন ক্যাপ এখন দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেট স্মারক। এ বছরের শুরুতে আরেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের টেস্ট ক্যাপ বিক্রি হয়েছিল ১০ লাখ সাত হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে।

Development by: webnewsdesign.com