ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশায় ট্রেনের ধাক্কা: দুই ছেলের পর না ফেরার দেশে বাবাও

রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ | ১:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশায় ট্রেনের ধাক্কা: দুই ছেলের পর না ফেরার দেশে বাবাও
apps

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল ক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় দুই ছেলের পর মারা গেলেও বাবাও। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাদেক মিয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা। এর আগে ট্রেনের ধাক্কায় তার দুই ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩) নিহত হন। ভোর পৌনে ৫টার দিকে উপজেলার তালশহর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান বলেন, ভোরে একটি অটোরিকশা তালশহরের ভেতর দিয়ে জেলা শহর থেকে আশুগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। তালশহর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায়য় অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হন এবং আহত হন তাদের বাবা। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

 

Development by: webnewsdesign.com