ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর ও চম্পকনগর এলাকায় বিশেষ অভিযানে প্রায় ১২ কোটি ৬৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৯ অক্টোবর) ভোররাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সিলেট থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানকে চম্পকনগর এলাকায় থামিয়ে তল্লাশি চালায়। এ সময় পিকআপের ভেতর লুকানো অবস্থায় ১৫ হাজার ১৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে ও ১০৭ পিস উন্নতমানের কম্বল উদ্ধার করা হয়।
আটককৃত পণ্য ও পিকআপ ভ্যানের মোট মূল্য আনুমানিক ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সরাইল ব্যাটালিয়ন সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com