ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে জরুরি আলোচনা সভা

মঙ্গলবার, ০৯ মে ২০২৩ | ৫:৪১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে জরুরি আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে জরুরি আলোচনা সভা
apps

ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়ক মহাসড়ক ও পৌরসভা অভ্যন্তরে নিষিদ্ধ ঘোষিত অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার ( ৭ মে ) সন্ধ্যা ৭ টার দিকে মেড্ডাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ অহিদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ এর পরিচালনার ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দের সমন্বয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়ক মহাসড়ক ও পৌরসভা অভ্যন্তরে সরকার এবং মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ যানবাহন চলাচল বৃদ্ধির প্রতিবাদে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তাগণ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহামান্য হাইকোর্টের সুপ্রীম কোর্ট বিভাগের আপীল ডিভিশনের আদেশ অনুযায়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়ক মহাসড়কে সিএনজি চালিত থ্রি- হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু খাটিহাতা হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের পরোক্ষ মদদে সড়ক মহাসড়কে অত্যন্ত বিপদজনক এইসব অবৈধ বেপরোয়াভাবে চলাচল করছে। সরকারি সিদ্ধান্ত এবং মহামান্য হাইকোর্টের আদেশের প্রতি উনাদের উদাসীন মনোভাব জেলার পরিবহন দূর্ঘটনার পরিমাণ অধিক হারে বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের জান মালের মারাত্মক ক্ষতিসাধণ হচ্ছে।

বক্তারা আরো বলেন, জেলার উত্তরাঞ্চলের সি.এন.জি চালিত থ্রি-হুইলারের জন্য পূর্ব মেড্ডা এলাকায় একটি সি.এন.জি. স্ট্যান্ড নির্ধারণ করা আছে উল্লেখিত যানবাহনগুলি তাদের জন্য শহরের ভিতরে যত্রতত্র অবাধে জনগণের মূল্যবান সময় নষ্টসহ আমাদের ব্যবসায়িকভাবে ক্ষতিসাধন করছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতিন সর্বজনাব আলহাজ কাজী তাহাসিন, মোঃ নিয়ামত খান, হাজী মীর আনোয়ার আলী, মোঃ রাম, শাহাদাত হোসেন বাবুল, মোঃ জায়েজ আমি, মোঃ আক্তার, মিয়া, মোঃ আবুল বাশার, মোঃ আদুল আওয়াল, হাজী মোঃ মলাই মিয়া, শেখ মোঃ মনিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা খাতের শৃঙ্গলা বিনষ্ট করছে। অবৈধ যানবাহন চলাচলের কারণে সড়ক মহাসড়কে নির্ধারিত স্ট্যান্ডে অবস্থান না করে বিচরণ করে জ্যামের সৃষ্টি করে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের হাজী মোঃ সেলিম, মোঃ ওমর ফারুক জীবন (কাউন্সিলর), মোঃ আনিছুর রহমান চৌধুরী, মোঃ আলমগীর হোসেন, মোঃ মিজানুর রহমান,মোঃ ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার বার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট উল্লেখিত বিষয় গুলি উপস্থাপন করার পরও কার্য্যকরি পদক্ষেপ গ্রহণ না করায় বক্তাগণ রহমান চৌধুরী, মোঃ আলমগীর হোসেন, মোঃ মিজানুর রহমান, ক্ষোভ প্রকাশ করেন এবং যেকোনো সময় জেলার পরিবহন সেক্টরের পরিবেশ নিম্নমুখী হতে পারে বলে আশংকা প্রকাশ করেন। সভায় সর্ব-সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বাস্তবায়ন কর্তৃপক্ষ যদি দ্রুততার সাথে -উল্লেখিত অনিয়মগুলি সম্পূর্ণরূপে বন্ধ না করে তাহলে অচিরেই ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পরিবহন ধর্মঘট আহ্বান করা হবে।

Development by: webnewsdesign.com