বোরহানউদ্দিন পৌর-নির্বাচনে কাউন্সিলর পদে আ’লীগের একাধিক প্রার্থী: স্বস্তিতে বিএনপি

রবিবার, ২৪ জানুয়ারি ২০২১ | ৯:২৫ অপরাহ্ণ

বোরহানউদ্দিন পৌর-নির্বাচনে কাউন্সিলর পদে আ’লীগের একাধিক প্রার্থী: স্বস্তিতে বিএনপি
apps

ভোলার বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই টানটান উত্তেজনার সৃষ্টি হচ্ছে। এ নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আ’লীগের একাধিক প্রার্থী থাকায় স্বস্তিতে রয়েছে বিএনপি এমনটাই জানিয়েছেন সাধারণ ভোটাররা।

সূত্রমতে জানা গেছে, বোরহানউদ্দিন পৌর নির্বাচন আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে আ’লীগের একাধিক সাধারণ কাউন্সিলর প্রার্থী থাকায় অনেকটা স্বস্তিতে রয়েছে বিএনপি।

১নং ওয়ার্ডে আ’লীগ দলীয় কর্মীদের মধ্যে প্রার্থী মুজাইদুল ইসলাম সুজন (উটপাখি), হারুন অর রশিদ (ব্ল্যাক বোর্ড), বিএনপি’র ফাইজুল ইসলাম (পাঞ্জাবি),

২নং ওয়ার্ডে আ’লীগ দলীয় কর্মীদের মধ্যে প্রার্থী সেলিম রেজা (পাঞ্জাবি), রকিুবুর রহমান লিটন (উটপাখি), মো. রিয়াজ উদ্দিন (টেবিল ল্যাম্প), নাজিম উদ্দিন (পানি’র বোতল), বিএনপি’র আলী আকবর (ব্ল্যাক বোর্ড),

৩নং ওয়ার্ডে আ’লীগ দলীয় কর্মীদের মধ্যে প্রার্থী হুমায়ুন কবির (পানি’র বোতল), মো. মিরাজ পাটোয়ারী (উটপাখি), মো. আব্বাস হাওলাদার (ব্ল্যাক বোর্ড), বিএনপি’র ইসমাইল হোসেন রাজিব (ডালিম),

৪নং ওয়ার্ডে আ’লীগ সমর্থিক প্রার্থী আ’লীগ দলীয় কর্মীদের মধ্যে প্রার্থী মো. সালাউদ্দিন পঞ্চায়েত (উটপাখি), সুমন পঞ্চায়েত (পানি’র বোতল), আবুল কাশেম (পাঞ্জাবি),

৫নং ওয়ার্ডে আ’লীগ দলীয় কর্মীদের মধ্যে প্রার্থী ইবনে মাসুদ সোহাগ (পাঞ্জাবি), সরোয়ার শিমুল (উটপাখি), বিএনপি’র সাইদুর রহমান লিটন (টেবিল ল্যাম্প),

৬নং আ’লীগ দলীয় কর্মীদের মধ্যে প্রার্থী বিশ্বজিৎ দে হারু হাওলাদার (ব্ল্যাক বোর্ড), জোহেব হাসান (ডালিম), মাহাবুব আলম সবুজ গোলদার (পানি’র বোতল), হুমায়ুন কবির (টেবিল ল্যাম্প), বিএনপি’র সাইদুর রহমান শাহিন (পাঞ্জাবি), সাহাবুদ্দিন বাচ্চু (উটপাখি),

৮নং ওয়ার্ডে আ’লীগ দলীয় কর্মীদের মধ্যে প্রার্থী মো. কামাল হোসেন (উটপাখি), মহব্বত হোসেন মহসিন (ব্ল্যাক বোর্ড), মো. জুয়েল (পাঞ্জাবি) প্রতিক নিয়ে ভোট যুদ্ধে লড়ছেন।

পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে ঘুড়ে একাধিক ভোটারদের সাথে আলাপকালে তারা জানান, প্রার্থীরা ভোট চাইতে আসলে কাউ কে না বলি না। ভোটের সুষ্ঠু পরিবেশ থাকলে বুথের গোপন স্থানেই মনের প্রার্থীকে ভোট দেব। তারা আরোও জানান, সাধারণ কাউন্সিলর পদে আ’লীগের একাধিক প্রার্থী থাকায় নির্বাচন যতই ঘনিয়ে আসছে তাদের মধ্যে কোন্দল ও উত্তেজনা বিরাজ করছে। তবে অনেকটা স্বস্তিতে রয়েছে বিএনপি’র কাউন্সিলর প্রার্থীরা।

Development by: webnewsdesign.com