বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হলেন সিলেটের জহির উদ্দিন

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১ | ৬:৩২ অপরাহ্ণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হলেন সিলেটের জহির উদ্দিন
apps

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন কোম্পানীগঞ্জের মোঃ জহির উদ্দিন। তার গ্রামের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ী।

তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ”জেন্ডার এবং ডেভেলপমেন্ট স্টাডিজ” বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন। মো:মুসলিম উদ্দিন ও পারভীন বেগম দম্পতির চার সন্তানের দ্বিতীয় সন্তান তিনি।

উল্লেখ্য যে, তিনি ইতিপূর্বে মধ্যমিক ও উচ্চ মধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃত্বিতের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উওীর্ণ হয়ে লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। সেখান থেকে প্রথম শ্রের্ণি অজর্ন করেন এবং সুনামের সাথে বিএ ও এমএ সম্পুর্ণ করেন। সন্তানের এমন সাফল্যে বাবা-মা খুবই আনন্দিত।

Development by: webnewsdesign.com