“শিক্ষিত বেকারদের টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই।এজন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।এর মধ্যে দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের গতি বৃদ্ধি করতে ডিজিটাল উদ্যোক্তা তৈরী করবে ।”ইনফো সরকার -৩ প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যন্ত গ্রামঞ্চলে ইন্টারনেটর সেবা পৌছে দিতে কাজ করছে সরকার।
শনিবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের আইসিটি বিভাগ কতৃক বাস্তবায়িত ইনফো সরকার -৩ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শনকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম,মেয়র জামিল হোসেন চলন্ত,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,খট্রা মাধবপাড়া ইউপির চেয়ারম্যান কাউসার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com