বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বীরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ | ৭:৫১ অপরাহ্ণ

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বীরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
apps

দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বীরগঞ্জ উপজেলা চত্বরে সকাল ৯টায় রবিবার (৫ অক্টোবর) এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তানভীর আহমেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:জুলফিকার আলী শাহ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দসহ বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “একজন শিক্ষকের হাত ধরেই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে। শিক্ষক শুধু পাঠদানের মাধ্যমেই নয়, বরং নৈতিকতা, আদর্শ ও মানবিকতার শিক্ষা দিয়ে সমাজকে আলোকিত করেন।”

অনুষ্ঠানে শিক্ষক সমাজের মর্যাদা, অধিকার ও দায়িত্ববোধ নিয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ও স্মারক প্রদান করা হয়।

Development by: webnewsdesign.com