গ্রানাডার ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। পল স্টার্লিং ও কেভিন ওব্রায়ানের রেকর্ড জুটিতে ৭ উইকেটে তোলে ২০৮ রান। উদ্বোধনী জুটিতে আসে ১৫৪ রান। যা যে কোনো ফরম্যাটে যে কোনো উইকেটে আয়ারল্যান্ডের রেকর্ড। স্টার্লিং ৯৫ আর কেভিন ৪৮ রানে আউট হন।
জবাবে ৭ উইকেটে ২০৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৫৩ রান করেন এভিন লুইস। জস লিটিল নেন তিন উইকেট। শেষ ওভারে ১৩ রান দরকার ছিলো ক্যারিবিয়দের। কিন্তু দুই উইকেট হারিয়ে মাত্র ৮ রান তুলতে পারে।
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও টি টোয়েন্টিতে আয়ারল্যন্ড এগিয়ে গেলো ১-০ ব্যবধানে।