বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বের ২ লাখ ৪৩ হাজার ৮৩৯ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। একদিনে ৩ হাজার ৭০৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ লাখ ২৮ হাজার ৫৫৮ জনের। মোট শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ২ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সুস্থতা লাভ করেছেন ২ কোটি ১০ লাখ ২৬ হাজার ৮০২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বেঁচে ফিরেছেন ২ লাখ ২১ হাজারের বেশি।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সবকটি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে করোনা। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি এবং স্পেন।
Development by: webnewsdesign.com