বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ২৮ লাখ

সোমবার, ২৯ মার্চ ২০২১ | ১০:৪৬ পূর্বাহ্ণ

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ২৮ লাখ
apps

মহামারি করোনার সংক্রমণে এ পর্যন্ত বিশ্বে ২৭ লাখ ৯৫ হাজার ৮৭২ জন মারা গেছেন। আর এই ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ১২ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৬৪১ জন।

এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৮২১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ কোটি ২০ লাখ ১৯ হাজার ৯৪৮ জন।

আজ সোমবার সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৬২ হাজার ৫২৬ জন মারা গেছেন। এরপর রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬৮৮ জন। আর মারা গেছেন ৩ লাখ ১২ হাজার ২৯৯ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এশিয়ার মধ্যে ভারতই হচ্ছে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ। ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ২১০ জন। মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৮৮১ জন।

উল্লেখ্য, করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।

Development by: webnewsdesign.com