বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ছাড়ালো

রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | ১১:২৫ পূর্বাহ্ণ

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ছাড়ালো
apps

সারা বিশ্বে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ যেন থামছেই না। এখনো এ প্রাণঘাতি করোনা ভাইরাসে যেন মৃত্যু থামছেই না। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুয়ায়ী সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৩১ লাখ ৮ হাজার ৫১০ জনে। এ ভাইরাসে মৃতের সংথ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ২৭ হাজার ৭৩৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার ২৮৪ জন।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গিয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩৮১ জন। আর করোনায় এই পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০ জন।

বিশ্বে আক্রান্তের দিক দিয়ে তৃতীয় এবং মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজার ৯৭১ জনের।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লাখ ৪৭ হাজার ৯১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩১২ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরপর গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Development by: webnewsdesign.com