বিশ্বের প্রথম দেশ হিসেবে নারীদের মাসিকের সময় ব্যবহৃত পণ্য বিনামূল্যে দেয়ার পদক্ষেপ নিলো স্কটল্যান্ড। মঙ্গলবার, স্কটিশ পার্লামেন্টে সর্বসম্মতভাবে গৃহীত হয় ‘পিরিয়ড প্রোডাক্টস- ফ্রি প্রভিশন’-এর বিধানটি। এর ফলে দেশটিতে স্যানিটারি প্যাড ও ট্যাম্পনের মতো পণ্য বিনামূল্যে নিতে পারবেন যে কেউ।
পার্লামেন্টে বিলটি উপস্থাপন করেছিলেন মনিকা লেনন নামের এক এমপি। মাসিকের সময় নারীদের স্বাস্থ্যসুরক্ষা যেন অর্থসংকটে বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে ২০১৬ সাল থেকে তিনি প্রচারণা চালাচ্ছিলেন। করোনা মহামারির প্রভাবে চলমান সংকটের মধ্যে সরকারের এ পদক্ষেপকে ‘বাস্তবসম্মত ও প্রগতিশীল’ পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছেন তিনি।
Development by: webnewsdesign.com