বিশ্বনাথ পোস্ট অফিসে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাকিংয়ের শাখা উদ্বোধন

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ | ৬:০২ অপরাহ্ণ

বিশ্বনাথ পোস্ট অফিসে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাকিংয়ের শাখা উদ্বোধন
apps

সিলেটের বিশ্বনাথ পোস্ট অফিসে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার পোস্ট অফিসে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করেন অতিথিরা।

এরআগে ব্যাংক এশিয়ার সেবা সমূহ নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং বাংলাদেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তির অগ্রযাত্রায় একটি নতুন, শক্তিশালী এবং ব্যাপক-ভিত্তিক ব্যাংকিং প্রচেষ্টা। ব্যাংক এশিয়ার উদ্যোগে ২০১৪ সালের জানুয়ারীতে বাংলাদেশে এ সেবার যাত্রা শুরু হয়। ব্যাং এশিয়ার ক্ষুদ্র সঞ্চয় ব্যাংকিং চ্যানেলে জমা হয়ে গড়ে উঠছে সম্ভাবনাময় অর্থনীতির এক শক্তিশালী ভিত্তি। প্রাণ সঞ্চারিত হচ্ছে গ্রামীন অর্থনীতিতে। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা সহ সকলে এজেন্ট ব্যাংকিং মোবাইল অ্যাপস-এর কল্যানে সহজেই ঋণ সুবিধা পাচ্ছে।

জনগণের দোরগোড়ায় দ্রুত এ সেবা পৌঁছে দিতে সরকারি, বেসরকারী বিভিন্ন উন্নয়ন সংস্থা এজেন্ট ব্যাংকিং উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছে। বক্তারা বলেন, বিশ^নাথে ব্যাংক এশিয়ার ২য় শাখার উদ্বোধন হলো। এ শাখায় সঞ্চয়ী ও চলতি হিসাব, রেমিট্যান্স, স্কুল ব্যাংকিং, ক্ষুদ্র ও কৃষি লোনসহ বিভিন্ন ধরণের সেবা রয়েছে।

বিশ^নাথের পোস্ট মাস্টার গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়ার বিভাগীয় প্রধান আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ফয়জুর রহমান, পুরান বাজার বণিক সমিতির সভাপতি মনির মিয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিল্লুর রহমান, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক মশিউর উদ্দিন।

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের উদ্যোক্তা কৃপেশ দেবনাথের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উদ্যোক্তা লুবনা আক্তার, মীর রুবেল প্রমূখ। অনূষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিংগেরকাছ পোস্ট অফিসের ব্যাংক এশিয়ার উদ্যোক্তা নিজাম উদ্দিন।

Development by: webnewsdesign.com