সিলেট বিশ্বনাথে “শব্দমালা” কাব্য গ্রন্থ প্রকাশের পথে

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ | ১০:২৩ অপরাহ্ণ

সিলেট বিশ্বনাথে “শব্দমালা” কাব্য গ্রন্থ প্রকাশের পথে
apps

বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছের খাগহাটা বুবরাজান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী অসংখ্য গানের রাজা গীতিকার শাহ আব্দুল ওদুদের ৫০তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে,, শব্দ মালা,, কাব্য গ্রন্থ, শাহ আব্দুল ওদুদ ১৯৭০সালের ১২ই সেপ্টেম্বর খাগহাটা বুবরাজানে এক মুসলিম সম্রান্ত পরিবারেই জন্ম গ্রহন করেন।

 

পিতা মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলাম, ও মাতা হাজি খোরশেদা বেগম, ৩ভাই ও ২বোনের মধ্যে তিনিই জৈস্ঠ, মা, মাটি আর মানুষের তরে জীবনের পুরোটাই সময় ব্যয় করেছেন তার গানের কথা মালায়, লিখেছেন অসংখ্য গানের ভান্ডার, আব্দুল ওদুদ এ যাবত ৪টি বই প্রকাশ করেন, ২০১৯ সালে ২১শে গ্রন্থ মেলায় আল্লামা দুর্বিনশাহ বইটি তিনি সম্পাদনার হাত দেন। একজন আব্দুল ওদুদ সুদুর যুক্তরাজ্য বসবাস করলেও তার মন প্রাণ সর্বদা জেগে উঠে এই সোনার বাংলার মানুষের তরে, মনের পিঞ্জিরাবদ্ধ হয়েগেছে প্রেমের বহতা নদী, আব্দুল ওদুদ গানের সুরে গেঁথেছেন প্রেমের মালা,তাইতো তার গানের ভাষায় ফুটে উঠে অবলার করুন আর্তনাদ, শ্যাম পিরিতে এত জ্বালা গো সখি যে করেছে জানে, এ রকম ৫,শতাধিক গান উপহার দিয়েছেন, এই বিশ্বনাথের মানুষ কোনদিন এই সুরের রাজা গানের রাজাকে ভুলতে পারেনি আর পারবেওনা, আব্দুল ওদুদের গানে কন্ঠ দিয়েছেন বহু গীতিকার, সিরাজ উদ্দিন, সহ বহু প্রবীণ শিল্পীরা, বর্তমান সময়ে নকলেরে ভীরেই একজন কেবল আসল গীতিকার খুজে পাওয়া যায়। গীতিকার শাহ আব্দুল ওদুদ।

তিনি তার বইয়ের সর্বাত্মক সফলতা কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Development by: webnewsdesign.com