বিশ্বনাথে ‘মেঘে ঢাকা শুকতারা’ কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ১:২৩ অপরাহ্ণ

বিশ্বনাথে ‘মেঘে ঢাকা শুকতারা’ কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব
apps

সিলেটের বিশ্বনাথে বুধবার বিকেলে উপজেলা সদরস্থ রামসুন্দর সরকারি অগ্রগামীী মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কবি-শিক্ষক হোসনেরা বেগমের প্রথম কাব্যগ্রন্থ ‘মেঘে ঢাকা শুকতারা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ। কাব্যগ্রন্থ ও প্রকাশনা সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করেন কবি হোসনেরা বেগম।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে এবং কবি-গীতিকার আবদুুল হান্নান ইউজেটিক্স ও কবি পুত্র মারুফ আহমদের যৌথ পরিচালনায় প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক আবদুল আহাদ, ডা. মাহবুব আলী জহির, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষক তৈয়বুর রহমান, রামসুন্দর হাই স্কুলের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, ফারিয়ার সদস্য আলিমুর রহমান, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছায়া বেগম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, সংগঠক কাওছার আলী, কামুল মৃধা।

এসময় প্রসাবী কমিউনিটি নেতা শামসুল ইসলাম, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, ছায়েদ আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নূর উদ্দিন, সাংবাদিক কামাল মুন্না, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রুকন মিয়া, সিজিল মিয়া, উপজেরা ছাত্রলীগের সহ সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, ছাত্রলীগ নেতা জমির আহমদসহ বিভিন্ন শ্রেণী- পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com